শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
তৌহিদ বেলাল: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লক্ষ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৬৮ হাজার ২৭০ জন ছাত্র ও ৮৬ হাজার ৪৯৯ জন ছাত্রী। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ২১৬ টি কেন্দ্রে ১ হাজার ১০৭ টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন ও মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী। আগামী ৩০ এপ্রিল, রোববার এই পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, গতবার মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৭১২ জন। সেই হিসাবে গতবারের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৭ জন বেশি। গতবছর বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৩৭১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬০ হাজার ২০৪ জন ও মানবিক বিভাগ থেকে ৫৯ হাজার ১৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো।
সংশ্লিষ্ট সূত্রমতে, এবছর মহানগরসহ চট্টগ্রাম জেলায় ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লক্ষ ৬ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল ১ লক্ষ ৫ হাজার ৯২০ জন।
এছাড়া কক্সবাজার জেলায় মোট ৩০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৩১ জন।
বান্দরবান জেলার ১৫টি কেন্দ্র থেকে এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী। গেলোবার পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ৪৩ জন।
রাঙ্গামাটি জেলায় ২১টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৮ হাজার ৭৪২ জন। গতবার অংশ নিয়েছিলো ৭ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলার ২৩টি কেন্দ্রে থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৬৬০ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ প্রতিদিনের কাগজ-কে বলেন- ‘রোববার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে’।
তিনি জানান, এবারের পরীক্ষায় ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১২টি বিশেষ ভিজিল্যান্স টিম রাখা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনে কন্ট্রোল রুমও খোলা হয়েছে’।