মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

হাওরে কৃষকের ধান‌ কেটে দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ

হাওরে কৃষকের ধান‌ কেটে দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ

হাওরে কৃষকের ধান‌ কেটে দিলেন কেন্দ্রীয় কৃষক লীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ

হানিফ উল্লাহ আকাশ,নেত্রকোণা: মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দের নেতৃত্বে আজ সকালে নেত্রকোণার আটপাড়া উপজেলার গণেশের হাওরে কৃষকদের ধান‌ কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।

জেলা কৃষক লীগের আয়োজনে ধান কাটা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, “কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ বিএনপি-জামাত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের মাঠে আছে ও থাকবে।”

ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ, সদস্য সচিব আবু তাহের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |