শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট : স্কাউটিং কার্যক্রমে অসামান্য অবদানের জন্য জয়পুরহাটের যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের দু’জন আন্তর্জাতিক যুব সংগঠক সরকার তানভীর আহমেদকে বাংলাদেশ স্কাউটস থেকে নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ও তৌফিক হেসেনকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন । সরকার তানভীর কাব স্কাউটিং এ যুক্ত হন ২০০৬ সালে। ১৮ বছরের সুদীর্ঘ স্কাউটিং যাত্রায় তিনি ২০২০ ও ২০২১ সালে ন্যাশনাল সার্ভিস পুরষ্কার অর্জন করেন। উদীয়মান এ রোভার স্কাউটিংএর নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে ওয়াইসি দেশভুক্ত স্কাউটদের সম্মেলনে অংশগ্রহণ করেন একই সাথে বাংলাদাশে স্কাউটসের ইতিহাসে প্রথম বারের মত ইউনিট ভিত্তিক আন্তর্জাতিক স্কাউট সম্মেলন ” আনন্দ আয়োজন” এর মূল উদ্যগতা ছিলেন।
স্কাউটিংয়ের পাশাপাশি তিনি ইয়ুথ পার্লামেন্টের সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০২১ সালে তার দীর্ঘমেয়াদী কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজপরিবারের ডায়ানা পুরষ্কার অর্জন করেন। তিনি বর্তমানে জয়পুরহাটের ঐতিহ্যবাহী যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। উদীয়মান এ রোভার ২০২৪ সালের বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন যা জয়পুরহাটের কেউ প্রথম বারের মত অর্জন করেছেন।
অপরদিকে, রোভার তৌফিক হোসেন অর্জন করেছেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড। তৌফিক কে জি এবং উচ্চ বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে এখন অবধি স্কাউটিং কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তিনি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপে ২০২১ সালে যুক্ত হন। ধারাবাহিক মূল্যায়ন ও নেতৃত্ব প্রদানের দক্ষতায় ২০২২সালে রোভার মেট এবং ২০২৩ সালে সিনিয়ার রোভার মেট হিসেবে দায়িত্ব পান।
উদীয়মান এ রোভার ২০২২ সালে ন্যাশনাল স্কাউট ক্যাম্প ও সুবর্ণ জয়ন্তী রোভার মুটে প্রকাশনা বিভাগে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন । একই সাথে বগুড়াতে অনুষ্ঠিত লাইভ স্কিল বেস্ট এডুকেশন কোর্স ,সহ নানান স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত থাকায় বাংলাদেশ স্কাউটস থেকে এবার ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।