সোমবার, ১৬ Jun ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে শিশুকে অপহরণ করে হত্যা মামলার রায়: চারজনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাটে শিশুকে অপহরণ করে হত্যা মামলার রায়: চারজনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে শিশুকে অপহরণ করে হত্যা করা সংক্রান্ত মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। অর্থ অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক। বুধবার (১০ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম  তিন আসামির উপস্হিতিতে এ রায় প্রদান করেন । এ মামলায় একাব্বর আলী নামে এক আসামি পলাতক রয়েছেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচ খুপি গ্রামের ইউসুফ আলীর ছেলে একাব্বর আলী, সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার ভাই আব্দুল মতিন। জেলার কালাই উপজেলার হাজীপুর  গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হােসেন। জামিনে গিয়ে পলাতক রয়েছেন আসামি একাব্বর আলী। আদালত তার বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেছেন।

মামলা ও আদালত সূত্রে  জানা গেছে, এ মামলার এজাহারকারি বেলাল তালুকদার ভাগ্নে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ বিকালে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে আসামি আব্দুল মতিন বেলাল তালুকদারকে বলেন এক লাখ টাকা দিলে রিয়াদকে বের করে দেওয়া হবে।  ১০ হাজার টাকা অগ্রিম দেওয়ার পর ২৭ মার্চ দুপুরে রিয়াদের গ্রামের বাড়ির উত্তর দিকে একটি গর্ত থেকে রিয়াদের লাশ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশ। এ ঘটনায় নিহত রিয়াদের মামা বেলাল তালুকদার বাদি হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমান শেষে বুধবার (১০ জুলাই) আদালত এ রায় প্রদান করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |