শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
মোঃ এনামুল হক, দেবীগঞ্জ: পঞ্চগড়ের দেবীগঞ্জে বন বিভাগের হয়রানি মূলক মামলা ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের প্রায় ৫ শতাধিক লোকজন অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১ আগষ্ট ) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ভূমি মালিকদের সমন্বয়কারী খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী, তোফাজ্জল হোসেন খোকা প্রমুখ।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্স-১৯৫৯ এর অপব্যবহার করে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী বিগত পাঁচ দশক থেকে পুরো জেলার প্রায় ৫ হাজার পরিবারের ৫ হাজার ৬০২ একর জমি আইন বহির্ভূত ভাবে দখলে রেখেছে বনবিভাগ।
এছাড়াও জমি মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বন বিভাগ। শুধু তাই নয় মালিকানাধীন জমি বন বিভাগের নামে রেকর্ড করা হয়েছিল। যা পুনরুদ্ধারে প্রায় এক যুগ লেগেছে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শরীফুল আলম বলেন, বন বিভাগের জমিতে তাদের দাবি থাকতেই পারে সেটা দালিলিক প্রমানের বিষয়। তবে জমি দখল করতে গিয়ে আইন হাতে তুলে নেয়া যাবেনা। স্মারকলিপি পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।