সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে বালু বোঝায় ট্রাক ফেরির কিনারে: ফেরী চলাচল সাময়িক বন্ধ

কাপ্তাইয়ে বালু বোঝায় ট্রাক ফেরির কিনারে: ফেরী চলাচল সাময়িক বন্ধ

এম বাবুল, কাপ্তাই ( রাঙামাটি) :  রাঙামাটি কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর রাইখালী টু লিচু বাগান ফেরি পারাপার নৌপথে রাইখালী হতে একটি বালু বোঝায় ট্রাক ( ট্রাক নং নোয়াখালী ট ০৫-০ ১৬৬) ফেরিতে উঠে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যায়, ফলে যেকোনো সময় ট্রাক টি নদীতে পড়ে যেতে পারে। এই ঘটনা সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই দুর্ঘটনায় কোন প্রকার হতাহত হয়নি বলে জানান ফেরিতে দায়িত্বরত কর্মচারী মো: শাহজাহান।

বৃহস্পতিবার (১ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা। তিনি আরোও জানান, ফেরির রাইখালী অংশ হতে আজ( বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে বালু বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ফেরির শেষের দিকে গিয়ে এর কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়। এইসময় ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়, ফলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটে নাই। তবে এই ঘটনায় সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |