সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : জয়পুরহাটে পুলিশ সুপার আন্তঃ থানা (পুরুষ ও নারী) কাবাডি খেলার সমাপ্ত হয়েছে। আজ ১ আগষ্ট জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট পুলিশ লাইনস মাঠে এ খেলার সমাপ্ত ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বিপিএম।
সুপার মোহাম্মদ নূরে আলম জানান, যুব সমাজ কে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ থেকে দুরে রাখা ও মুক্তিযুদ্ধের আদর্শে ভবিষ্যত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই খেলার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ লেবু প্রমুখ। টুর্নামেন্টে পাঁচ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৭৫ জন পুরুষ ও ৭৫ জন নারী খেলোয়াড় অংশ নেন খেলা শেষ বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।