সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

সাবেক স্ত্রীকে হত্যা: পলাতক আসামী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সাবেক স্ত্রীকে হত্যা: পলাতক আসামী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সাবেক স্ত্রীকে হত্যা: পলাতক আসামী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শাকিরিন আক্তার (২০) নামের তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীকে হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামী সাইদুর রহমান সানিকে (২৬) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সহযোগিতায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হত্যা মামলার আসামি সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেইট পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। অন্যদিকে, নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণ পাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তিনি এক সন্তানের জননী। নিহত শাকিরিন সানির সাবেক (তালাকপ্রাপ্ত) স্ত্রী।

ওসি জানান, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামী সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোড হাসেমবাগ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংঘাতের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র‌্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র‍্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালিত হয়। এ সময় সাইদুর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জে সাবেক (তালাকপ্রাপ্ত) স্বামী সাইদুর রহমান সানির সাথে ২২ সেপ্টেম্বর ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নামের ওই নারী নিখোঁজ হন। পরে ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির একদিন পর ২৬ সেপ্টেম্বর বিকেলে নিহতের নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |