বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
এক গোধূলি বেলায় –
তোমার হাতে হাত রেখে
সর্বোচ্চ চিৎকারে গলা ছেড়ে
বলতে চাই – ভালোবাসি।
কোন এক পাহাড়ের চূড়ায়,
না হয় সমুদ্র তটে-
অথবা, গহীন অরণ্যে,
প্রচন্ড আবেগে জরানো স্বরে
বলতে চাই – ভালোবাসি।
বইয়ের মলাট উল্টালেই চোখে পড়বে উপরের বাক্যগুলোর মাধ্যমে নিঃসরিত কাব্যময় অনুভূতির আখ্যান। এমনতর কাব্যময় অনুভূতির আখ্যান রয়েছে গ্রন্থটির প্রতিটি পাতায় পাতায়। গ্রন্থটির নাম ‘জাদুর কথন’।
অমর একুশের বইমেলা ২০২৩ এ প্রকাশিত হয়েছে লাকি জাদুর কাব্যগ্রন্থ ‘জাদুর কথন’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী।
বইটি সম্পর্কে কবি লাকি জাদু বলেন, ‘ভালোবাসা আর বাসন্তী রঙে রঙ্গীন হয়ে উঠা বইমেলার মাসে মেলায় এসেছে আমার প্রথম কাব্যগ্রন্থ ‘জাদুর কথন’। সম্মানিত পাঠক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী যারা সব সময় খোঁজ-খবর নিয়েছেন বইয়ের ব্যাপারে, তাদের সবার আন্তরিকতা, উৎসাহ শুধু মুগ্ধই করেনি, এতো নির্ভেজাল ভালোবাসা আমাকে করেছে চির ঋণী। সেই অকৃত্রিম ভালোবাসা, উৎসাহেই আমি নতুন কিছু লিখতে অনুপ্রাণিত হই। আর, আজকের জাদু এর আবির্ভাব হুট করে নয়, তবে আত্মপ্রকাশ হুট করেই। তার পিছনের গল্পে কল্পকাহিনির ছায়া – মায়া। সে পিছনের গল্প তোলা রইলো’।
কবির লেখালিখি শুরু স্কুলের গন্ডিতে থাকাকালীন সময়েই। প্রাতিষ্ঠানিক সনদপত্রে সুলতানা রাজিয়া হলেও লাকি জাদু নামেই তার পরিচিতি এবং তিনি এ নামেই লেখেন।
অমর একুশে বইমেলা-২০২৩ এ বাবুই প্রকাশনী ৩৩৭-৩৩৮ নাম্বার স্টলে পাওয়া যাবে লাকি জাদুর কাব্যগ্রন্থ ‘জাদুর কথন’।