বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৯ জন

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৯ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৭ জন ঢাকায় এবং ১২ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫১৬ জন চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৬১ হাজার ৮৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৬১ হাজার ৯৩ জন। মারা গেছেন ২৭৪ জন। উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |