মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
খুলনা মহানগরীর দৌলতপুরে বিএনপি নেতা ও তার গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদ এবং চালক রফিক।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বিএল কলেজের ২নং গেটের পাশে তাদের ওপর গুলি করে দৃর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাইভেটকারে এসে দুর্বৃত্তরা পিছন থেকে তাদের গুলি করেছে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।