মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

সাভারের বেদে জনগোষ্ঠীর শিক্ষার দূত ডিআইজি হাবিবুর রহমান

সাভারের বেদে জনগোষ্ঠীর শিক্ষার দূত ডিআইজি হাবিবুর রহমান

সাভার প্রতিবেদক:
এ ঘাটে দু’দিন ও ঘাটে দু’দিন। এমনিভাবে নদীর বুকে নৌকায় কেটে যায় সারা-বছর। সাভারের বেদে পরিবার গুলোর এ অবস্থায় লেখাপড়া শেখা হয়ে উঠেনা শিশুদের। ছোটবেলা থেকে বাবা মায়ের পেশাতেই তারা পারদর্শী হয়ে উঠে। এ অবস্থা থেকে বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান। বেদে শিশু-কিশোররা এখন স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। সম্প্রতি তিনি বেদে জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে বলেন, ডিআইজি হাবিবুর রহমান সাভারে বেদে পল্লীতে ‘উত্তরণ শিক্ষালয়’স্থাপন করেছেন। বেদে পরিবারের হতদরিদ্র শিশু,কিশোরেরা এখানে এসে কোচিং নিয়ে মেধার স্বাক্ষর রাখছেন। বর্তমানে উত্তরণ শিক্ষালয়ে প্রায় দুইশ শিক্ষার্থী রয়েছে,যারা খুবই মেধাবী হয়ে গড়ে উঠছে। এছাড়াও কারিগরি শিক্ষার জন্য ডিআইজি হাবিবুর রহমান বেদে পল্লীতে উত্তরণ কম্পিউটার ট্রেনিং সেন্টার, উত্তরণ ড্রাইভিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
এছাড়া সাভারের পোড়াবাড়ি বেদে পল্লীতে নির্মিত হচ্ছে ” হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়,দারুল আফতান হাফিজিয়া মাদ্রাসা,উত্তরণ পল্লী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান। বেদে বেকার নারী-পুরুষদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে উত্তরণ ফ্যাশন নামে একটি গার্মেন্টস কারখানা। যেখানে প্রতিনিয়ত কর্মমুখর দৃশ্য দেখা যায়। সাভারের তুরাগ নদীর পাড়ে গড়ে উঠেছে উত্তরণ পল্লী। যেখানে প্রায় ১’শ বেদে পরিবার-কে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার।
উক্ত বিষয়ে পোড়াবাড়ির ওয়াহিদুল্লাহ এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,উত্তরণ শিক্ষালয়ে কোচিং করে আজ আমার মেয়ে ওয়াহিদিনা আক্তার (১৯) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমি সাপ খেলা দেখাতাম। আমার স্ত্রী আনিসা বেদেদের জাত ব্যবসা করে আসছিল। মেয়ে শিক্ষিত হয়ে ভাল একটি চাকরী করবে এটাই আমার প্রত্যাশা। তখন আমরা আর এই বেদে ব্যবসা করবো না। ওয়াহিদিনা’র মতো খোকন মিয়ার মেয়ে অনামিকা আক্তার (১৯) ইডেন কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
 সাভারের বেদে পল্লীর নারী-পুরুষেরা এখন শিক্ষিত হয়ে গড়ে উঠছে। অনেকে পুলিশ বিভাগে চাকরী করছেন। সরকারী অফিসেও দেখা যায় বেদে শিক্ষিত যুবকদের চাকরী করতে। এ সবই ডিআইজি হাবিবুর রহমানের অবদান। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন,বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে শিক্ষিত জাতি গঠন করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বেদে জনগোষ্ঠী এখন পিছিয়ে থাকা জাতি নয়। তারা এখন দ্রুত অগ্রসর একটি জনগোষ্ঠী। ডিআইজি হাবিবুর রহমানের উত্তরণ ফাউন্ডেশন পিছিয়ে পড়া বেদে,হিজড়া জনগোষ্ঠীকে আলোর মুখ দেখিয়েছেন। এ মহৎ কর্ম চির অমর হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা অভিজ্ঞ মহলের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |