বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে গুলিতে নিহত ব্যাক্তি খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা

কক্সবাজারে গুলিতে নিহত ব্যাক্তি খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা

কক্সবাজার অফিস: কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

নিহত গোলাম রব্বানী (৫৫) খুলনার দৌলতপুর থানার বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। মৃতদেহের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ। রব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

সৈকত থেকে গুলিবিদ্ধ রব্বানীকে হাসপাতালে নেওয়া অটোরিকশার চালক আব্দুস সালাম বাবু বলেন, “সি-গাল পয়েন্টের সামনে কাঠের সেতুর পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। দূর থেকে দেখি, এক ব্যক্তি ঢলে পড়ছেন। কিন্তু কারা তাকে মেরেছে দেখতে পাইনি।”

তাৎক্ষণিক গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের শার্টের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |