মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে মহানগর দায়রা জজ আদালত থেকে প্রাথমিক শুনানি শেষে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।
সেই মামলায় আজ মামলার মূল নথিসহ জামিন চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল। এদিন ইশরাকের পক্ষে আইনজীবী মো তাহেরুল ইসলাম তৌহিদ জামিন আবেদনের শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।