মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

নিবন্ধন পেল গণঅধিকার পরিষদ, প্রতীক ট্রাক

নিবন্ধন পেল গণঅধিকার পরিষদ, প্রতীক ট্রাক

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিবন্ধন দেয়া হয়।

এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২- এর চ্যাপ্টার ভিআইএ’র বিধান অনুযায়ী গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং ০৫১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত ২৮ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মো. নুরুল হক নুর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |