বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

এশিয়াকাপ জয়ের পর বিশ্বজয়ের স্বপ্ন টাঙ্গাইলের ৩ ক্রিকেটারের

এশিয়াকাপ জয়ের পর বিশ্বজয়ের স্বপ্ন টাঙ্গাইলের ৩ ক্রিকেটারের

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের তিন ক্রিকেটার। তাদের দাবি, দেশের সুনাম বয়ে আনতে অনুশীলনসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।

ছোট বেলা থেকে ক্রিকেটে ক্যারিয়ার করার স্বপ্ন ছিল টাঙ্গাইল পৌর শহরের পারদিঘুলীয়া এলাকার রিজান হোসেন, পূর্ব আদালত পাড়ার দেবাশীষ সরকার ও দেলদুয়ার উপজেলার রিফাত বেগের।

২০১৫ সালে ৫ম শ্রেণীতে পড়া অবস্থায় তারা স্থানীয় ভাবে ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করে। টেপ টেনিস দিয়ে শুরু করলেও তাদের অবস্থান গড়ায় কাঠের বলে (ডিগ বল) জাতীয় ও আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে।

গত (৮ ডিসেম্বর) টসে হেরে ব্যাটিং করে ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ দ্বিতীয় বারের মতো জিতে বাংলাদেশ দল। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিতে চায় টাঙ্গাইলের ৩ ক্রিকেটার।

এ দিকে পরিবারের সদস্যরা জানান, স্বজনী প্রীতি ছাড়া জাতীয় দলে সুযোগ দিলে তাদের অনেকেরই স্বপ্ন পূরণ হতে পারে।

দেবাশীষকে সার্বিক সহযোগিতা করলেও রিজানের চাহিদা মেটাতে অর্থনৈতিক কারণে পরিবারের খুব বেগ পোহাতে হয়েছে। তবে খেলায় সফলতা দেখে আমরা উচ্ছ্বাসিত। এ লক্ষ্যে পৌছাতে জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা তাদের সার্বিক সহযোগিতা করেছেন।

অনূর্ধ্ব ১৯ পর কোন ক্রিকেটার যাতে হারিয়ে না যায় সে জন্য ক্রিকেট বোর্ড উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তা হলে জাতীয় খেলোয়াড় হিসেবে তারা এক সময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।

অন্যদিকে, ঢাকা উত্তর ডিভিশনের অতিরিক্ত কোচ মো. আরাফাত রহমান বলেন, জাতীয় দলে টাঙ্গাইলের শূণ্যতা পূরণ করতে পারে এই ৩ ক্রিকেটার।

তা ছাড়া ক্রিকেটার তামিম ইকবাল তাদের ক্রিকেট ব্যাট উপহার দিয়ে তাদের আরও উৎসাহিত করেছেন। দেশের স্বার্থে জাতীয় দলের ক্রিকেটার হয়ে বিশ্বকাপ জয় করতে চান তারা।

অন্যান্য খেলোয়াড়ের চেয়ে এই ৩ ক্রিকেটারের টেকনিক ও খেলার মান অনেক ভালো। জাতীয় দলের খেলোয়াড় হয়ে টাঙ্গাইলের শূন্যতা পূরণ করবে।

এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সাবেক কাউন্সিলর কাজী জাকেরুল মওলা জানান, জাতীয় দলে সুযোগ পেলে এরাই বিভিন্ন দেশে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব- ১৯ চ্যাম্পিয়ন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। তাদের লক্ষ্যে পৌঁছাতে ক্রিকেট বোর্ডকে বিপিএলসহ বিভিন্ন দলে এ সব খেলোয়াড়দের অংশ গ্রহণ করাতে হবে।

প্রসঙ্গ : এশিয়া কাপ বিজয়ী ম্যাচে পেসার রিজান হোসেন ৮ ওভারে ভারতের ১ উইকেট নিয়ে দিয়েছিলেন মাত্র ১৩ রান ও ৬৫ বলে দলের জন্য ৪৭ রান করে ছিলেন। দেবাশীষ ৬ ওভারে ১৭ রান দিয়ে ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |