রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন

অনলাইন  ডেস্ক:  রাজধানীর মিরপুর ও উত্তরা-পূর্ব থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৫জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। এসব মামলায় গ্রেফতার হওয়া অন্যরা হলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক স্বরাষ্ট্র সচিব সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর, খিলগাও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়। লালবাগ থানার মামলায় জাহাঙ্গীর আলম এবং উত্তরা-পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিত আবেদন মঞ্জুর করেন আদালত। এসময় তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশও দেন বিচারক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |