শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

নিজস্ব  প্রতিবেদক: ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কিরণকে গ্রেপ্তারের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত আসাদুর রহমান কিরন গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি কর্পোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরন।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার এক উপ-পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে যশোর শার্শার শিকারপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি গ্রেপ্তার করেছে বিজিবি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |