বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

পাচার টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

পাচার টাকা ফেরত চাই, ব্রিটিশ হাইকমিশনারকে মাহফুজ

অনলাইন ডেস্ক: স্বৈরাচার শেখ হাসিনার আমলে ব্রিটেনে পাচার হওয়ার অর্থ ফেরত চেয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বুধবার (৪ ডিসেম্বর) হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা আপনার (সারাহ কুক) দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি চালানোর জন্য আমরা সেই অর্থ ফেরত চাই।

তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের মানুষের মর্যাদা ছিল না। জুলাই বিপ্লবের আর্দশ ছিল মর্যাদাপূর্ণ। সুতরাং এই বিপ্লবের সঙ্গে দেশের মানুষের আবেগ জড়িত।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ সমতা এবং ন্যায়বিচারের জন্য লড়াই করেছে। এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন মাহফুজ আলম।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং অন্তর্ভুক্তিমূলক একটি গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যের সমর্থনের কথা তুলে ধরেন সারাহ কুক।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |