মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

তথ্য উপদেষ্টার ভুল বিবৃতি পাঠানো জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার

তথ্য উপদেষ্টার ভুল বিবৃতি পাঠানো জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক: তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যকে ভুল উদ্ধৃতি করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানোর ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার একটি বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে তথ্য উপদেষ্টার বৈঠক ছিল। বৈঠক শেষে তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেন।

পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তার ভুলের কারণে তথ্য উপদেষ্টা বিব্রত হয়েছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |