সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

লেবানন থেকে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি

লেবানন থেকে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন আরও ৯৪ বাংলাদেশি। সম্পূর্ণ সরকারি ব্যয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ইকে ৫৮৪ ফ্লাইট যোগে তাদের আনা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় তারা দে‌শে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ‌্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ইকে ৫৮৪ ফ্লাইট যোগে ৯৪ জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে গত রাত ১১টায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করেছে আইওএম।

এ পর্যন্ত ১৭ ফ্লাইটে সর্বমোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |