সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

 নিজস্ব  প্রতিবেদক:  প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ার বাংলানিউজকে বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ২ টা ২ মিনিটে। মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আমরা মোট ৭ জনকে উদ্ধার করেছি। কোনো নিহত নেই। প্রাথমিকভাবে ধারণা করছি, আগুন নিচতলা থেকে লেগে ওপরে ছড়িয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |