ছুটি দিনে ঘুরতে বের হয়ে ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটির দিনে দুই বন্ধু সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেলটি সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিল। গাড়িটি জিগাতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় দুই আরোহী গুরুতর আহত হয়। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলা খান। তিনি বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ হাস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :