Noman Group Advertisement

১৩ বছর প্রেমের পর মেহজাবীনের বিয়ে

বিনোদন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত

অবশেষে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের দেড় সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ছবি শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘১৩ বছর পর, এখানে আমরা একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি চড়ায়-উতরায় অতিক্রম করেছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়- আমরা তা প্রায় দ্বিগুণ করে ফেলেছি।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবীনের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে।

ছবি প্রকাশের ১০ মিনিটের ব্যবধানে ৪৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়েছে। আশফাক নিপুণ, আয়েশা মনিকাসহ আরও অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

 

Link copied!
Advertisement