Noman Group Advertisement

নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০২:৪৬ পিএম

বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে দেওয়া গত ২ মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সার্কুলারের ব্যাখা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এসময় বিচারকরা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসে। অথচ এই সুপ্রিম কোর্টকে সবসময় হেয় করা হয়। ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

এর আগে, ২ মার্চ বিশিষ্ট ব্যাক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় আছে। সেখানে বিশিষ্ট ব্যাক্তিদের ক্রমপদমর্যাদা নির্ধারন করা আছে। ফলে, এ প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। শুনানি শেষে ৩ মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্ট।

Link copied!
Advertisement