গাজীপুরে চলমান সরকারি রাস্তা দখল করে মালিকানা দাবী করে পার্শ্ববর্তী জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করায় উৎপাদন ঝুঁকির মুখে পড়েছে রাস্তার পাশে থাকা বারিসন্স ক্রিয়েশন্স লিঃ নামে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। প্রতিকার চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও মিলছেনা সুফল।
প্রতিদিনের কাগজ প্রতিবেদক সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পায়। এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কারখানা কতৃপক্ষ বিষয়টি নিয়ে আমার সাথে যোগাযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে আমি রাস্তার কাজ বন্ধ রাখতে বলেছি। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
চলমান সরকারি রাস্তা বন্ধ করে ইট বালি এনে পাশ দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করার অনুমতি তিনি দিয়েছেন কি না? এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান সালাউদ্দিন সরকার বলেন তিনি অনুমতি দেননি কিন্তু রাস্তা নির্মাণ করার ইট বালু ইউনিয়ন পরিষদের।
বারিসন্স ক্রিয়েশন্স লিঃ এর এডমিন অফিসার মোঃ ফয়েজ মিয়া রোকন বলেন, আমাদের কারখানার সামনের এই রাস্তাটি ইউনিয়ন পরিষদের আওতাধীন এবং এই রাস্তাটি আমাদের কারাখানা প্রতিষ্ঠার আগে থেকেই বিদ্যমান ছিলো। কারখানার শ্রমিক কর্মচারী সহ এলাকার জনসাধারণ এই রাস্তাটি দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। হঠাৎ করে স্থানীয় কতিপয় ব্যক্তি এই রাস্তার জায়গা নিজেদের বলে দাবি করে রাস্তা বন্ধ করে পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু করে।
এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে আমাকে গালাগালি করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরবর্তীতে আমি জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করি এবং এই সমস্যার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখানে এসে রাস্তার কাজ বন্ধ রাখতে বলেন। এই মুহূর্তে কারখানার শ্রমিক কর্মচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ জামাল উদ্দিন বলেন কারখানা কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে চলমান রাস্তার পাশ দিয়ে আরেকটি নতুন রাস্তা নির্মাণ করার কাজ চলতে দেখেছি। চলমান সরকারি রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাস্তায় এখন বন্ধ আছে কিনা এটা তার জানা নাই।
আপনার মতামত লিখুন :