Noman Group Advertisement

কলম্বিয়ায় বোমা হামলায় ৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ০৮:৪২ পিএম

কলম্বিয়ায় আকস্মিক বোমা হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ছয় জন। বুধবার (১২ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম কাউকা অঞ্চলের বালবোয়া শহরে একটি সেতু মেরামতের কাজে নিয়জিত সৈন্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ হামলার নিন্দা এবং নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার জন্য দায়ী কার্লোস প্যাটিনো গ্রুপ। এরা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (FARC)-এর ছায়া সংগঠন এস্তাদো মেয়র সেন্ট্রাল-এর সঙ্গে যুক্ত। এদের ৩ হাজার ৫০০ জনেরও বেশি সদস্য রয়েছে, যাদের মধ্যে ২ হাজার ১৮০ জন সশস্ত্র যোদ্ধা।

এই গোষ্ঠীটি কলম্বিয়ার পশ্চিম, মধ্য এবং পূর্ব অঞ্চলের পাশাপাশি ভেনেজুয়েলা ও ইকুয়েডরে মাদক পাচার, চোরাচালান এবং চাঁদাবাজির মাধ্যমে নিজেদের অর্থায়ন জোগায়।

Link copied!
Advertisement