দাউদকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম।
বলেন প্রস্তুতিমূলক সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবস পালিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দাপ্তরিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :