Noman Group Advertisement

দাগনভূঞায় খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তির প্রশিক্ষণ

মোঃ আবদুল রহিম , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৪২ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

ফেনী জেলার দাগনভূঞায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা’ (ইমপ্যাক্ট) ৩য় পর্যায়ে (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ''সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি" বিষয়ক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিন, 

উপ পরিচালকের কার্যালয়ের ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার আশ্রাফুল আলম ছিদ্দিক ও অত্র অধিদপ্তরের ইমপ্যাক্ট পেইজ-৩ প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার মোঃ শাহজাহান প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি প্লান্ট তৈরি বিষয় প্রশিক্ষণ গ্রহণকারীদের সঠিক ভাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার অহবান জানান উল্লেখ্য, ৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

Link copied!
Advertisement