টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের আয়োজনে ঢাকার নিকুঞ্জ কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। ১৪ মার্চ (শুক্রবার) এই আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এবং বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকং-এর সভাপতি প্রকৌশলী দেওয়ান সাইফুল আলম মাসুদ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম ও সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ, আইইবি-এর সহ-সভাপতি প্রকৌশলী নিয়াজ উদ্দিন।
উক্ত দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এ. টি. এম. সামসুউদ্দিন খান। ইফতার কমিটির আহ্বায়ক ছিলেন ইঞ্জি. খালেদুল ইসলাম মিথুন এবং সদস্য সচিব ছিলেন ইঞ্জি. মো. মইদুল ইসলাম (মঈদ)।
আপনার মতামত লিখুন :