Noman Group Advertisement

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত-৩

সিরাজুল ইসলাম তপু , গাজীপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির  মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা-ফুলবাড়ীয়া সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো সিএনজি চালক ওবায়দুল এবং অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) । এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে  ৫জন যাত্রী নিয়ে কালিয়াকৈর যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ওই সিএনজি। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা  কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তবে ঘাতক ট্রাক চালককে আটক করতে পারেনি স্থানীয়রা।

Link copied!
Advertisement