Noman Group Advertisement

ফেনীতে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

মোঃ আবদুল রহিম , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০২:০৫ পিএম

ছবি: প্রতিদিনের কাগজ

ছাত্রলীগের কর্মীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। এ সময় তাঁর কাছ থেকে একটি পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে তাঁকে ফেনী মডেল থানা-পুলিশের কাছে সোপার্দ করে।

ওই ছাত্রলীগ কর্মীর নাম মোজাম্মেল হোসেন বিজয়। তিনি পরশুরামের অলকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং পরশুরাম উপজেলা ছাত্রলীগের সদস্য।

জানা যায়, মোজাম্মেল হোসেন বিজয় বিদেশ যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে ঢাকায় ছিলেন। অসুস্থ মাকে দেখতে ফেনী আসেন তিনি। শুক্রবার রাতে তিনি ফেনীর ডাক্তার পাড়ায় হাঁটতে দেখে পরশুরাম ছাত্রদলের কিছু নেতা-কর্মী। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা বিজয়কে মারতে মারতে ফেনী মডেল থানার ভিতরে প্রবেশ নিয়ে ঢোকেন। পরে পুলিশের কাছে সোপার্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার এক সদস্যকে থানায় নিয়ে আসে ছাত্রজনতা। তার পিসিপিআর দেখে কোনো মামলা পাওয়া যায়নি। যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!
Advertisement