জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ মার্চ দাউদকান্দি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোঃ সারোয়ার আকবর, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান, এমওডিসি ডা. দিলরুবা ইয়াসমিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোহাম্মদ বিল্লাল হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,স্থায়ী ১টি এবং ৩৮৪ টি অস্থায়ী কেন্দ্রে মোট ৭৭০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলো। ১টি পৌরসভা এবং ১৫ টি ইউনিয়নে ৪৮টি ওয়ার্ডে প্রথম শ্রেণীর ১৭৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন।
সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৬৪ হাজার ৪ শত ৯২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর মধ্যে ৬ মাস-১ বছর বয়সী ৭ হাজার ৫ শত শিশুকে নীল রঙের এবং ১-৫ বছরের কম বয়সী ৫৬ হাজার ৯শত ৯২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
আপনার মতামত লিখুন :