Noman Group Advertisement

পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো ৬০ রাউন্ড বুলেট

রেজাউল করিম রেজা , ব্যুরো প্রধান, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১২:১১ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের ৬০ রাউন্ড বুলেট। শনিবার (১৫ মার্চ) বেলা ১টার দিকে বুলেট পাওয়ার খবর পেয়ে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তার ভাইদের ৭৫ শতক জমির পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তোলা শুরু হয়। বৃহস্পতিবার মাটি সরানোর সময় ৭-৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওইদিন শ্রমিকরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ করেনি। কিন্তু কিছু শিশু সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। সে বুলেটগুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার কালবেলাকে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা সম্ভব হবে।

Link copied!
Advertisement