Noman Group Advertisement

পাবজি মোবাইল সুপার লিগে অংশ নিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ মে, ২০২৫, ১০:৫১ এএম

বাংলাদেশে প্রথম অফিসিয়াল পাবজি মোবাইল টুর্নামেন্ট পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে A1 Esports।  

এই টুর্নামেন্টে ছিল ১০ লাখ টাকা প্রাইজপুল এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় যাওয়ার একমাত্র সুযোগ। 

এই বিজয়ের ফলে কাজাখস্তানে অনুষ্ঠিত পাবজি মোবাইল সুপার লিগে অংশগ্রহণের জন্য বাংলাদেশের একমাত্র দল হিসেবে সুযোগ পাচ্ছে A1 Esports। 

Link copied!