ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। তবে যুদ্ধবিরতির কারণে আবার মাঠে গড়াচ্ছে আইপিএল। আর পরিবর্তিত সূচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে।
কিন্তু গত কয়েক দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই ম্যাচ শুরুর এমন হুমকি চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের।
গত ৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংস্থার কাছে ইমেইল বার্তায় হুমকি এসেছিল। যেখানে বলা হয়, জয়পুরের এই স্টেডিয়াম উড়িয়ে দেবে। সেখানে লেখা ছিল, অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।
এরপর মঙ্গলবার (১৩ মে) দুপুরে আবারও একটি ইমেইল আসে। সেটি পাওয়ার পর পুলিশ পুরো স্টেডিয়াম তল্লাশি করে। পুলিশ জানিয়েছিল, ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেইল আইডি থেকে মেইলটি এসেছে।
রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থার প্রধান নীরাজ কে পবন জানিয়েছেন, স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ফলে সমর্থকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, তার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে রাজস্থান বনাম পাঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে। এরপর পাঞ্জাব বনাম দিল্লি এবং পাঞ্জাব বনাম মুম্বইয়ের খেলাও এখানে হবে।
আপনার মতামত লিখুন :