Noman Group Advertisement

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে রিট শুনানি আজ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১০:৫৫ এএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য (কজলিস্টে) কার্যতালিকায় রয়েছে। এ-সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার (২০ মে) দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে। 

ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে রিটটি। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর মঙ্গলবার (২০ মে) শুনানির জন্য এ দিন ধার্য্য করেছেন সংশ্লিষ্ট হাইকোর্ট।

Link copied!