Noman Group Advertisement

চট্টগ্রামের দুই শিল্পপতিকে কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুন, ২০২৫, ০৬:৪৪ পিএম

চেক প্রতারণার মামলায় আলোচিত ঋণখেলাপি দুই শিল্পপতি ভাই মোহাম্মদ ইয়াকুব আলী ও মোহাম্মদ ইয়াসিন আলীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত ২৮ এপ্রিল চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ মুহাম্মদ আবু আমর এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী হাবিব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

মামলার নথি অনুসারে, হাবিব স্টিল লিমিটেডের নামে নগরীর আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে, ঋণের বিপরীতে ন্যাশনাল ব্যাংকের একাউন্টের মাধ্যমে ২০ কোটি টাকার চেক মার্কেন্টাইল ব্যাংকে জমা দেন। তবে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেকটি তহবিলের অভাবে ডিজঅনার হয়। এরপর ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হলেও অর্থ পরিশোধে কোনো পদক্ষেপ নেননি তারা। 

অবশেষে, ১৭ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংক আদালতে মামলা করে। বিচারিক প্রক্রিয়ায় একাধিকবার সমন জারি করা হলেও আসামিরা আদালতে হাজির হননি। ফলে তাদের অনুপস্থিতিতে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়। আইনজীবী নুসরাত আরা হীরা জানিয়েছেন, বর্তমানে ইয়াকুব ও ইয়াসিন উভয়ই পলাতক। উল্লেখ্য, রিজেন্ট এয়ারওয়েজসহ ২১টি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারী হাবিব গ্রুপের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগ রয়েছে। করোনাকালে বড় ধরনের ব্যবসায়িক পতনের পর দুই ভাই দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।

 

Link copied!