মোঃ জাকির হোসেন মুন্সি ,ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গায় বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনার একদিন পর ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর মাতুব্বরের স্ত্রী শারমিন বেগম বৃহস্পতিবার রাতে 'মোড়ল পরিবহন' নামক বাসের অজ্ঞাত চালককে আসামী করে ভাঙ্গা হাইওয়ে থানায় একটি মামলা করেন। এদিকে পুলিশ বৃহস্পতিবার বাসটির পরিচয় শনাক্ত করে ঢাকা থেকে জব্দ করেছে। গত বুধবার (৪ জুন) সকাল ৭ টার দিকে মোড়ল পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার সময় ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে মাহিন্দ্রাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাহিন্দ্রায় থাকা ৫ জন নিহত হয় ও ৪ জন আহত হয়।
হাইওয়ে পুলিশ জানান, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মোড়ল পরিবহনের বাসটি তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধান পেয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে জব্দ করা হয়। বাসটি মোড়ল পরিবহন এর ব্যানারে চলছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের নিহত মিজানুর মাতুব্বরের স্ত্রী শারমিন বেগম মোড়ল পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা ঘাতক চালককে খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা করছি। বাসটি ঢাকা থেকে জব্দ করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
আপনার মতামত লিখুন :