চয়ন আহমেদ, কুষ্টিয়া : আসন্ন ঈদ-উল-আযহা’কে সামনে রেখে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প। মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়।
তাছাড়া, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকাধীন ঢাকা-কুষ্টিয়া,কুষ্টিয়া -ঝিনাইদহ, কুষ্টিয়া -মেহেরপুর ও কুষ্টিয়া -পাবনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোষ্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত রেখেছে র্যাব। নিয়মিত চেকপোষ্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকার ক্রাইমের হট স্পটে ঈদকে সামনে রেখে প্রতিদিনই সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপনা করছে র্যাব। তাছাড়া, পশু হাট, ঈদের মার্কেটের মধ্যেও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোষ্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।”সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প সদা প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :