Noman Group Advertisement

ঈদুুল আযহা উপলক্ষে বেরোবিতে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুন, ২০২৫, ১১:১৩ এএম

মোঃ পারভেজ সেখ, ক্যাম্পাস প্রতিনিধি,বেরোবি: ঈদুল আযহা উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও জরুরিকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করা হয়। 

 

 শনিবার (০৭ জুন, ২০২৫) সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য ড. মোঃ শওকাত আলী। নামাজ শেষে সকালে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করা হয়।

 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। আপনজন ও পরিবার ছেড়ে আবাসিক হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জন্য ঈদের দিন দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!