মো ওমর ফারুক রকি, সীতাকুণ্ড : সীতাকুণ্ড, ৬ জুন ২০২৫ (শুক্রবার): আজ বিকেল ৫টায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ঈদযাত্রা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে সীতাকুণ্ড সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। সভায় পুলিশ সুপার বলেন, "আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।" তিনি বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার আশ্বস্ত করেন যে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকেও ঈদযাত্রা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :