সামুদ্রিক সম্পদে ‘ব্লু ইকোনমি’ গড়তে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জরুরি -গাকৃবি ভিসি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫০ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন,বাংলাদেশের বিশাল সামুদ্রিক জলসীমা এক অনন্য সম্ভাবনার ভাণ্ডার। এ সম্পদকে বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভরভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশের সমন্বিত প্রয়াসই হতে পারে এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত “সামুদ্রিক মাছ থেকে মূল্য সংযোজিত মৎস্য পণ্য উৎপাদন, স্থায়ীত্বকাল বৃদ্ধি ও বাণিজ্যিকীকরণ” বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি গাকৃবি ভিসি ড.মোস্তাফিজুর রহমান বলেন, শুধু মাছ আহরণ নয়, বরং মাছ প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও রপ্তানিমুখী পরিকল্পনাই হতে পারে ভবিষ্যৎ মৎস্য খাতের চালিকাশক্তি। আমাদের তরুণ গবেষক ও উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালনে প্রস্তুত। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক মাছের অফুরন্ত সম্পদ রয়েছে। এসব সম্পদ বিজ্ঞানসম্মতভাবে ব্যবহারে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। সময় এসেছে এই সম্পদকে টেকসই ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগানোর।

তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবহারে গবেষণাকে মাঠপর্যায়ে নিয়ে যেতে হবে। শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা ও সরকার, সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই সম্ভব হবে বাংলাদেশের ‘ব্লু ইকোনমি’র স্বপ্ন বাস্তবায়ন।

কর্মশালার সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও মৎস্য অধিদপ্তরের গ্র্যান্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম রসুল।

অনুষ্ঠানে উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ ধরনের কর্মশালা দেশের মৎস্য সম্পদ ব্যবহারে নতুন চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের দিক নির্দেশনা দেবে।

Advertisement

Link copied!