গাজীপুরের পূবাইলে দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের জোয়ার!

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ১০:২২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৫ আসনে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। বিশেষ করে পূবাইল এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দেখা দিয়েছে তরুণদের অভূতপূর্ব জোয়ার। ইসলামি মূল্যবোধে আস্থা, ইনসাফভিত্তিক রাষ্ট্রের প্রত্যয়ে ভোটে নামছে নতুন প্রজন্ম।

বুধবার বিকালে গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল বেপারিপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ব্যাপক ভোট প্রচারণা শুরু হয়। পূবাইল থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ প্রচারণায় অংশ নেন গাজীপুর-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসান।

মাগরিব বাদ বেপারিপাড়া ও পূবাইল বাজার এলাকায় হাজারো ভোটারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রচারণা ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ ভোটারদের মুখে শোনা যায় ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়।

একাধিক তরুণ ভোটার বলেন, আমাদের প্রথম ভোটটা দিতে চাই কোরআন-সুন্নাহর পক্ষে, ইসলামী মূল্যবোধের পক্ষে।

প্রার্থী খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জয়ী করলে ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারব। আল্লাহর বিধান অনুযায়ী শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

প্রচারণায় উপস্থিত ছিলেন পূবাইল থানা নায়েবে আমীর এড. শামীম মৃধা, ৪১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সবুজ আল মামুন, খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, রহমানিয়া মাদ্রাসার কেন্দ্র পরিচালক আওলাদ হোসেন, পূবাইল বাজার ইউনিট সভাপতি মোঃ আরিফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও শত শত তরুণ ভোটার।

পূর্ণ উৎসাহে মুখরিত এ প্রচারণায় পূবাইল জুড়ে যেন বয়ে গেছে দাঁড়িপাল্লার পক্ষে তরুণদের নতুন জোয়ার।

Advertisement

Link copied!