কক্সবাজারের চকরিয়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৫ম শ্রেণীর ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়া শরনার্থী ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
জানা যায়,অপহৃত শিশু শিক্ষার্থী চকরিয়া সবুজবাগ এলাকার সাইফুল ইসলামের কন্যা।
তথ্যসূত্র মতে, গৃহশিক্ষক কর্তৃক ওই শিক্ষার্থী গতকাল মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকালে অপহরণের শিকার হন। এমনকি ১০ লাখ টাকা মুক্তিপন করে ওই শিক্ষক। পরে র্যাব ও আর্মড পুলিশের সহায়তায় বিকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে মিমকে উদ্ধার করা হয় । এসময় উখিয়ার হেলাল মেম্বারসহ অনেকেই সহযোগিতা করেন বলে প্রতিবেদককে জানানো হয়।
আপনার মতামত লিখুন :