গৌরীপুরে ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেটটি ব্যবহারের বাইরে

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৩:৫৪ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাবলিক টয়লেটটি নির্মাণের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি। 'গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি' (জিওবি-বিশ্বব্যাংক) প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে টয়লেটটি নির্মিত হলেও এটি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাজার থেকে কিছুটা দূরে অবস্থিত টয়লেটটির দরজায় তালা ঝুলছে। দায়িত্বে থাকা কোনো লোকজন বা তদারকির চিত্রও দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, টয়লেটটির চাবি জমিদাতার কাছেই রয়েছে, যদিও তিনি জানান চাবি স্থানীয় মাদ্রাসার হুজুরকে দিয়েছেন এবং সেখানে মাঝে মাঝে ছাত্ররা ব্যবহার করে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানিয়েছেন, টয়লেটটি বাজার থেকে অনেক দূরে এবং একটি মাদ্রাসার পেছনে হওয়ায় অধিকাংশ মানুষ এটির অস্তিত্বই জানে না। স্থান নির্ধারণে ভুল এবং ব্যবস্থাপনার অভাবে জনগণের করের টাকায় নির্মিত এই অবকাঠামো এখন অবহেলিত।

এ বিষয়ে গৌরীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সালাহ্উদ্দীন সোহেল জানান, “টয়লেটটি হস্তান্তর করা হয়েছে, কিন্তু ব্যবহার না হওয়ার বিষয়ে আমার জানা নেই।” উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা বলেন, “বিষয়টি সাংবাদিক মারফত জেনেছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, টয়লেটটি যথাযথভাবে খুলে দিলে এবং ব্যবস্থাপনায় নজর দেওয়া হলে এটি জনসাধারণের জন্য উপকারে আসবে।

Link copied!