গাজীপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

দেশের রাজনৈতিক অস্থিরতা ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক গণমিছিল। 

গণমিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী, তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফিজুর রহমান।

শুক্রবার সকালে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে হাজারো মানুষের অংশগ্রহণে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোড বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মুফতি খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, পূর্ব থানা আমীর নজরুল ইসলামসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন,ভোটাধিকার ফেরাতে এখন জাতীয় ঐক্য প্রয়োজন, দেশে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ হলো জুলাই সনদের আইনভিত্তিক বাস্তবায়ন ও পিআর পদ্ধতির নির্বাচন। জনগণের ভোটাধিকার ফেরাতে এখন জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি আরও বলেন,গাজীপুর-৬ আসনে অধ্যাপক ড. হাফিজুর রহমানের মতো সৎ ও প্রজ্ঞাবান প্রার্থীকে মনোনয়ন দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব প্রমাণ করেছে যে, তারা যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার রাজনীতি করে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অগ্রদূত হবে জামায়াতে ইসলামী।

গণমিছিল শেষে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ, ব্যানার-পোস্টার প্রদর্শন ও স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। অংশগ্রহণকারীরা জানান, এই গণমিছিল তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে।

Link copied!