সীতাকুণ্ডে ৯৫০ কেজি ইলিশ জব্দ, আটক-৪

মো: ওমর ফারুক রকি , সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৪:২৫ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

চট্টগ্রাম সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ইলিশ মাছ  ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি ঘোষণা অনুযায়ী  ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ।

এর প্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটঘর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

(বৃহস্পতিবার) দিনভর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে কাট্টলী রাসমনিঘাট থেকে কুমিরা সমুদ্রেপর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৯৫০কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় ৪ জন জলেকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড ও কুমিরা নৌ-পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোতাছিম বিল্লাহ্ কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোজাম্মেল হক, সহকারি মৎস্য কর্মকর্তা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ-২০২৫ উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক ২২ দিন সারাদেশে ইলিশ মাছ বিক্রয়, মজুত, সরবরাহ নিষেধ রয়েছে। এ নিষিদ্ধ সময়ে সমুদ্র হতে আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন জেলেকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।

Advertisement

Link copied!