আল আমিন, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় ব্রেইন ক্যান্সারে আক্রান্ত দেড় বছরের শিশু আছিয়া আর নেই। মরণব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে চলে গেছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি,,, রাজিউন।
পরিবার জানায়, নিষ্পাপ খেলায় মগ্ন থাকার বয়সে আছিয়ার কোমল শরীরে বাসা বেঁধেছিল মরণব্যাধি ব্রেইন ক্যান্সার। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে ছিল অসহ্য যন্ত্রণা ও অসহায় এক পরিবারের বেদনার গল্প। নিহত আছিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (বড়চালা) গ্রামের জালাল উদ্দিনের কন্যা। প্রায় এক বছর আগে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় ছোট্ট আছিয়া। স্থানীয় চিকিৎসক টাইফয়েড শনাক্ত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং সেখানেই তার চোখে টিউমারের অস্তিত্ব খুঁজে পান। পরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু হাসপাতালসহ একাধিক প্রতিষ্ঠানে চিকিৎসা করানো হয়। তবে ধীরে ধীরে চোখের টিউমারটি ছড়িয়ে পড়ে ব্রেইনে, এরপর সেটি রূপ নেয় ক্যান্সারে।
আছিয়ার বাবা জালাল উদ্দীন পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। অস্বচ্ছল সংসারের ঘানি টানাই যেখানে দুস্কর, সেখানে সন্তানের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা খরচ করা তার পক্ষে সম্ভব ছিল না। আছিয়ার এমন দূরাবস্থার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে তার চিকিৎসার জন্য একজন মানবিক ব্যক্তি উদারতার হাত বাড়িয়ে দেয়। তবে কে জানত আছিয়া সবার কাছ থেকে আচমকা বিদায় নেবে। আজ আর নেই আছিয়া! হেসে খেলে ঘর মাতিয়ে রাখার বয়সে চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে শেষ আবাসস্থলে। আছিয়ার এমন অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট আছিয়ার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার।
আপনার মতামত লিখুন :