গাজীপুরে অবৈধ পার্কিংয়ের ঘটনায় পুলিশের ওপর হামলা, আটক -২

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধভাবে পার্কিং করা বাসকে রেকার বিল করায় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব ওই হামলার শিকার হন।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস জৈনা বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখলে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে রেকারের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব ঘটনাস্থলে গিয়ে অবৈধ পার্কিংয়ের দায়ে বাসটিকে রেকার বিল করেন। এসময় বাসের চালক ও হেলপারসহ কয়েকজন সহযোগী নেমে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজেন্দ্রপুর এলাকা থেকে বাসটি, চালক ও হেলপারকে আটক করে।

 

ওসি আইয়ুব আলী আরও বলেন, “দায়িত্ব পালনরত পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Advertisement

Link copied!